চট্টগ্রামের মুরাদপুরে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

মোহাম্মদ আলী মহানগর প্রতিনিধিঃ মুরাদপুরে ছাত্রলীগ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন চাটঁগার টিভির সংবাদদাতা।
নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে দুপুর ২টা থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।
পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান লাঠি হাতে ছাত্রলীগের ও যুবলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, তারা যে কোনো মূল্যে শিক্ষার্থীদের এই আন্দোলন প্রতিহত করবে।
বিকেল ৩টা থেকে ষোলশহর রেলস্টেশনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছিল চবি শিক্ষার্থীরা। ছাত্রলীগের নেতা কর্মিরা লাঠি চুরি আর ছাত্ররা পাথর নিয়ে একজন আরেকজনকে ছুড়ে মারতেছে ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠক প্রিয়