
মোঃনাজমুল হক ভূইয়া ঃ রোববার দুপুরে বগুড়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। এসময় তাকে কান ধরে উঠবসও করানো হয়।
হামলার পর হিরো আলম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিএনপি কর্মীরাই তার ওপর হামলা চালিয়েছে।
হিরো আলম বলেন “আজকে বিএনপির লোকেরা যে হামলা শুরু করলো, তাতে কী মনে করছেন, দেশ স্বাধীন হইছে?….বিএনপি ক্ষমতায় না আসতেই বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে,” ।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটূক্তির করার অভিযোগ তুলে কিছু যুবক এই হামলা করেছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু হিরো আলম, তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি করেনি বলে অভিযোগ অস্বীকার করে ।
সাংবাদিকদের হিরো আলম বলেন “আমি যদি কোনোদিন তারেক জিয়াকে নিয়ে কোনো কিছু বলে থাকি, যদি এমন কোনো ফুটেজ বের করতে পারেন, তাহলে আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াবো,” ।
তিনি আরও বলেন, “ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো।”
হিরো আলম হামলার সঙ্গে জড়িতের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ।
তিনি বলেন, “যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে। শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে”