
অনলাইন ডেস্কঃ ৭৭তম কাল চলচ্চিত্র উৎসব আসরের প্রতিযোগিতা বিভাগের আঁ সার্তে রিগায়ে ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’ জায়গা করে নিয়েছিল । গতকাল (২৪ মে) রাতে ঘোষণা করা হয়েছে আঁ সার্তে রিগার পুরস্কার। ‘দ্য শেমলেস’ ছবিতে অভিনয়ের জন্য ওই বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেনেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। এই পুরস্কারপ্রাপ্তির মধ্যদিয়ে ইতিহাস গড়লেন তিনি।
অনসূয়া প্রথম ভারতীয় যিনি কান চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার সেরা অভিনেত্রী বা সেরা অভিনেতার পুরস্কার জিতলেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে
‘দ্য শেমলেস’এই ছবির পরিচালক বুলগেরিয়ার কনস্ট্যান্টিন বোজানোভের। ছবিতে আরো অভিনয় করেছেন মিতা বশিষ্ঠের মতো নামকরা অভিনেত্রীও। ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। যিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কলকাতায় বড় হয়েছেন অনসূয়া সেনগুপ্ত ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অনেক দিন ধরে সিনেমায় কাজ শুরু করেছেন । বাংলা ছবিতেও কাজ করেছেন অনসূয়া সেনগুপ্ত। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তানিয়া চরিত্রে গিয়েছিল তাকে। বলিউডে প্রোডাকশন ডিজাইনার হিসেবেও কাজ করেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘রে’ সিরিজেও কাজ করেছেন তিনি।