পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডি’র সদস্যদের সংবর্ধনা প্রদান

তারা বানু, মহানগর প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং বডি’র শিক্ষানুরাগী সদস্য ও অভিভাবক সদস্যদের সংবর্ধনা প্রদান উপলক্ষে ১০ই জুন ২০২৫ইং তারিখ এক হৃদয়গ্রাহী ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার এবং সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ড. এস. এম. শোয়েভ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক এবং মাদ্রাসার নবনির্বাচিত শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব এডভোকেট রফিক আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের জায়গা নয়, এটি একটি সভ্য সমাজ নির্মাণের কারখানা। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতে সকলে মিলে সম্মিলিতভাবে কাজ করাই আমাদের মূল দায়িত্ব।”

অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত অভিভাবক সদস্য জহিরুল ইসলাম জিহাদি, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম এবং এস. এম. হাবিবুল ওয়াহেদ টিপু। তাঁরা প্রত্যেকেই প্রতিষ্ঠানের কল্যাণে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ ও উদীয়মান আইনজীবী এডভোকেট মো: রাশেদ। তিনি বলেন, “নবনির্বাচিত কমিটির সদস্যরা যদি আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করেন, তবে প্রতিষ্ঠানটি শুধু এলাকা নয়, সমগ্র অঞ্চলের শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।” অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন সবুজ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ। তিনি তার চমৎকার সঞ্চালনার মাধ্যমে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধনা প্রাপ্ত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। পুরো আয়োজনজুড়ে একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। উল্লেখ্য, এই সংবর্ধনা অনুষ্ঠানটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছিল এক ধরণের প্রত্যয় ঘোষণা—যার মাধ্যমে বোঝা যায় যে, এই মাদ্রাসা শিক্ষার আলো ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ, এবং এর নতুন নেতৃত্বের হাতে গড়ে উঠবে একটি সুন্দর ভবিষ্যৎ।

পাঠক প্রিয়