
অনলাইন ডেস্কঃ আজ (২৯ মে) বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্পে কেঁপে ওঠে । তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
৫ দশমিক ৪ মাত্রার মাঝারি ভূমিকম্পটির অবস্থান ছিল মিয়ানমারের মাওলাইকে, আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়
এর আগে আগামিকাল ২৮ এপ্রিল রাজশাহী অঞ্চলে ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। হালকা ভূমিকম্প হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তার আগে গত ২০ এপ্রিল চট্টগ্রাম মৃদু ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেল ছিল ৩.৭ মাত্রা। বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে ভূমিকম্পটি ।