
অনলাইন ডেস্ক: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে অনুষ্ঠানের দাবি জানিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজারে আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে শত শত ছাত্র-তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবন দিয়েছে। আহতরা যেন দ্রুত সুস্থ হয়, সে জন্য দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি। এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায়।”
এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে এনসিপির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে।
এদিন বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে, যেখানে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।
গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করে। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।