ছুরি হাতে ভোটকেন্দ্রে প্রবেশ, আটক যুবক

চট্টগ্রাম: ছুরি নিয়ে প্রবেশ করায় বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে এক যুবককে আটক করেছে পুলিশ।  

(২৯ মে) বুধবার উপজেলার চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে সকাল ৯টার দিকে রেজাউল নামের ওই যুবককে আটক করা হয়। তিনি কধুরখীল ইউনিয়নের নুরুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন।

তিনি বলেন, এক যুবক কেন্দ্রের ভিতর ছুরিসহ প্রবেশ করে। তাকে হাতেনাতে ধরা হয়েছিল। ওই কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ঝামেলা হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

পাঠক প্রিয়