
তারাবানু, মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম মিডিয়া ফোরামের সম্প্রসারিত কাঠামোর অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রাম ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এই নতুন ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর আলম পারভেজ, এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন প্রযোজক শফিউল আলম।
উল্লেখ্য, চট্টগ্রাম মিডিয়া ফোরামের মূল (মহানগর) শাখা প্রতিষ্ঠিত হয় ২০২১ সালে। প্রতিষ্ঠার পর থেকে মহানগর শাখা সাংগঠনিক পরিসরে চট্টগ্রামের মিডিয়া সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী ও কর্মীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এবার দক্ষিণ অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় এই উদ্যোগকে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক রূপ দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সভাপতি পারভেজ একজন সুপরিচিত সংগীতশিল্পী, যিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। সাধারণ সম্পাদক শফিউল আলম মিডিয়া প্রযোজনা ও সাংগঠনিক কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, এবং তাঁর দক্ষ নেতৃত্ব গঠনমূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ অঞ্চলের এই নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মিডিয়া ফোরাম মহানগর কমিটির সভাপতি শরাফতদৌল্লাহ, সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক মফজল আহমদ মির্জা। এক বিবৃতিতে তাঁরা বলেন—“দক্ষিণ চট্টগ্রামে মিডিয়া সংশ্লিষ্ট কার্যক্রমকে গতিশীল করার জন্য এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারভেজ ও শফিউল আলমের নেতৃত্বে আমরা দক্ষিণ অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, সক্রিয় ও কার্যকর হতে দেখবো বলে আশাবাদী।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই দক্ষিণ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং নিয়মিত সাংগঠনিক সভা, প্রশিক্ষণ ও মিডিয়া সংশ্লিষ্ট কর্মসূচি শুরু হবে।
নবনির্বাচিত দুই নেতাই দায়িত্ব গ্রহণের পর বলেন—“দক্ষিণ চট্টগ্রামের মিডিয়া কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা কাজ করবো। এই অঞ্চলের প্রতিভাবান শিল্পী, কলাকুশলী ও মিডিয়া কর্মীদের এক ছাতার নিচে এনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
এতে আরও উপস্থিত ছিলেন:
সভাপতি – শরাফতদৌল্লাহ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি – দেবাশীষ চৌধুরী, সহ-সভাপতি – রেজাউল কবির চৌধুরী, সহ-সভাপতি – উত্তম কুমার (লেডামিয়া), সাধারণ সম্পাদক – মনজুর মোরশেদ, সহ সাধারণ সম্পাদক – বাবলা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক – মফজল আহমদ মির্জা, সহ সাংগঠনিক সম্পাদক – রানা বৈরাগী, অর্থ সম্পাদক – মিজানুর রহমান, সহ অর্থ সম্পাদক – অভীক, ধর্ম বিষয়ক সম্পাদক – হাসেম রাজু, মহিলা সম্পাদিকা – ফাহিম, সহ মহিলা সম্পাদিকা – তারা বানু, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদিকা – বুবলি, নাট্য বিষয়ক সম্পাদক – আবু সাঈদ রিয়ান, সহ-নাট্য বিষয়ক সম্পাদক – সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক – ইসলাম, প্রচার সম্পাদক – শাহাদাত হোসেন বুলবুল এবং কার্যকরী সদস্য – বাবলু (হাটহাজারী), জাহাঙ্গীর আলম পারভেজ, শফিউল আলম এবং সকল সদস্যবৃন্দসহ আরো অনেকে।
চট্টগ্রাম মিডিয়া ফোরামের সকল কেবিনেট সদস্যদের পক্ষ থেকেও নবনির্বাচিত নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।