
মো: নাছির উদ্দীন: ঢাকা, ৬ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): গত ০৫ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ১৫০০ ঘটিকায় চট্টগ্রামের সাতকানিয়ার দেওদিঘী বাজারের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এর একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে নকল সয়াবিন তেল তৈরীর একটি কারখানার সন্ধান পায়।
অভিযানে উক্ত বাসায় বিএসটিআই এর অনুমোদন বিহীন প্রায় ১০,০০০ লিটার বোতলজাত নকল সয়াবিন তেল এবং ২ ড্রাম অপরিশোধিত তেল (প্রায় ৬,০০০ লিটার) জব্দ করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতকৃত এই নকল সয়াবিন তেল ‘রুপচান’ নামে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছিল বলে জানা যায়। উক্ত নকল তেল জব্দ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
অভিযানে উক্ত তেলের ব্যবসা পরিচালনাকারী মোঃ ইউনুস (৪৮) কে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উক্ত ব্যবসার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের আটকের কার্যক্রম চলমান রয়েছে। অভিযান শেষে এলাকাবাসীকে এ ধরনের অস্বাস্থ্যকর পণ্য ক্রয় থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।
দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।