গুনগত মানে অপ্রতিরোধ্য গাজী ওয়্যারস লিমিটেড এর উৎপাদিত তামার তার

প্রতিষ্ঠানের পরিচিতিঃ

গাজী ওয়্যারস্ লিঃ শিল্প মন্ত্রণালয়ের আওয়াতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন(বিএসইসি) এর নিয়ন্ত্রণাধীন দেশের একমাত্র বৃহৎ সুপার এনামেল তামার তার প্রস্তুতকারী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি ১৯৬৫খ্রিঃ সালে ব্যাক্তি মালিকানায়,চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় ৩.৮৯ একর  জায়গার ওপর জাপানের বিশ্ববিখ্যাত ফুরুকাওয়া ইলেকট্রিক কোম্পানী’র কারিগরী সহায়তায় গাজী ওয়্যারস লিমিটেড  প্রতিষ্ঠিত হয়।

স্বাধীনতা উত্তর প্রতিষ্ঠানটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭২ সালে পিও-২৭ মূলে জাতীয়করণ করে বাংলাদেশ প্রকৌশল ও শিপবিল্ডিং করপোরেশন এর সাথে একীভূত করা হয় । যা পরবর্তীতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়।

কাঁচামাল ব্যবহারঃ

গাজী ওয়্যারস উচ্চ মানের তামা এবং অন্যান্য উপকরণ ব্যবহার করে, যা আন্তর্জাতিক মানের নিশ্চয়তা দেয়। আকরিক থেকে তামা উত্তোলন সাধারণত তিনটি বড় ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ, খনিজ প্রক্রিয়াকরণ, তামা খনিজগুলিকে মুক্ত করা এবং বর্জ্য উপাদান গুলিকে অপসারণ করা – যেমন অ্যালুমিনা, চুনাপাথর, পাইরাইট এবং সিলিকা – যাতে তামার খনিজ এবং অন্যান্য অলৌহঘটিত খনিজগুলি ২০ থেকে ৩০ এর মধ্যে থাকা একটি পণ্যে কেন্দ্রীভূত হয়  শতাংশ তামা। দ্বিতীয় ধাপে, হয় গলানো বা লিচিং জড়িত, অশুদ্ধ উপাদানগুলির একটি বড় অনুপাতকে সরিয়ে দেয় – বিশেষ করে লোহা এবং সালফাইড আকরিকের ক্ষেত্রে সালফার। শেষ ধাপ,পরিশোধন, তামার মধ্যে মিশ্রিত বর্জ্য  অপসারণ করে এবং 99.99 শতাংশ বিশুদ্ধ তামার পন্যের কাচাঁমাল হিসেবে প্রস্তত হয়। আর তেমনি একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে PT. TEMBAGA MULIA SEMANAN TBK. যা INDONESIA তে অবস্থিত। আর সেই  PT. TEMBAGA MULIA SEMANAN TBK. কোম্পানি থেকে গাজী ওয়্যারস লিমিটেড কাঁচামাল সংগ্রহ করে তা ব্যবহার করে আসছে  এবং  হিটাচির  ইনসুলেটিং ভার্নিস ব্যবহার করে  ৯৯ দশমিক ৯৯ ভাগ সুপার এনামেল তামার তার উৎপাদন করছে আসছে গাওলি প্রতিষ্ঠান। ফলে  সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের তামার তার উৎপাদন করে আসছে সুনামের সাথে।

অন্যান্য প্রতিষ্ঠান যেখানে রিসাইকেলিং তামার তার কাঁচামাল হিসেবে ব্যবহার করে সেখানে গাওলি প্রতিষ্ঠান তামার খনি থেকে উত্তলিত পিউর তামা কাঁচামাল হিসেবে ব্যবহার করে আসছে। তাই বর্তমান বাজারের বিভিন্ন কোম্পানির তামার তারের চেয়ে অধিক উন্নত মানের, টেকসই ও বিদ্যুৎ সাশ্রয়ী।

গুনোগত মানঃ

উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের কঠোর ব্যবস্থা রয়েছে, যা নিশ্চিত করে যে উৎপাদিত পণ্যগুলি গ্রাহকের চাহিদা পূরণ করে। যেহেতু গাজী ওয়্যারস লিমিটেড খনি থেকে উত্তেলিত তামা কাচাঁমাল হিসেবে ব্যবহার করে থাকে তাই দেশের অন্যান প্রতিষ্ঠানের চেয়ে অনেক উন্ন্ত মানের। স্ট্যান্ডার্ড মান অনুযায়ী ১৬ সাইজের সুপার এনামেল তারের ভোল্টেজ যেখানে ৬,৫০০ হাজার থাকার কথা সেইখানে গাজী ওয়্যারস লিমিটেড সুপার এনামেল তারের ভোল্টেজ ৯/১০ হাজার তা আবার বেড়ে ১২ হাজার পর্যন্ত হয়ে থাকে, এই ভাবে প্রতিটি সাইজের সুপার এনামেল তামার তার স্ট্যান্ডার্ড মানের চেয়ে ভোল্টেজ প্রদান করে থাকে, তাই অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে গাজী ওয়্যারস লিমিটেডের সুপার এনামেলি তার অনেক টেকসই ও দীর্ঘ  মেয়াদি ব্যবহার উপযোগী। গাওলি একটি সরকারি শিল্প প্রতিষ্ঠান হওয়ায় ও উন্নত মানের কাঁচামাল হতে বৈদ্যুতিক সুপার এনামিল তামার তার প্রস্তুত করায় বাজারে একই পণ্য উৎপাদনকারী অন্যান্য প্রতিষ্ঠানের সাথে দামের কারণে গাজী ওয়্যারসকে অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। বর্তমান বাজারের অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে গুনগত মানে অপ্রতিরোধ্য গাওলির উৎপাদিত তামার তার।

গাওলি ক্রেতাসমূহঃ
atOptions={‘key’:’53b1debd2de179448448293c0c54aabc’,‘format’:‘iframe’,‘height’:300,‘width’:160,‘params’:{}} “>
প্রতিষ্ঠানে’র সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) গাজী ওয়্যারস লিমিটেডের সবচেয়ে বড় ক্রেতা। এ ছাড়া পিডিবি, ডিপিডিসি, ডেসকো, পিজিসিবি, বরেন্দ্র উন্নয়ন প্রকল্পসহ আরো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আকিজ গ্রুপ, টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বায়েজীদ স্টীল রি-রোলিং মিলস লিঃ, ইয়াং ওয়ান গ্রুপ, ক্লিফটন এ্যাপারেলস লিঃ, প্যাসিফিক জিন্স লিমিটেড, এস, আলম গ্রুপ, ওয়েল গ্রুপ, সানোয়ারা গ্রুপ অব কোম্পানীজ, সহ আরো অনেক প্রতিষ্ঠান এ কারখানায় উৎপাদিত বৈদ্যুতিক তামার তার ক্রয় করে থাকে। এছাড়া ও ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে অসংখ অনুমদিত ডিলার । গাজী ওয়্যারসের তামার তার প্রধানত ট্রান্সফর্মার, বৈদ্যুতিক মোটরসহ বিভিন্ন বৈদ্যুতিক ইকুপমেন্ট তৈরি ও মেরামতের কাজে ব্যবহার করা হয়।

সফলতাঃ

বিএসইসি’র সূত্রে আরও জানা যায়, গাওলি  বাংলাদেশ ষ্ট্যান্ডার্ড এর পাশাপাশি বৃটিশ ষ্ট্যান্ডার্ড অনুযায়ী কপার ওয়্যার প্রস্তুত  করে থাকে, যা বিএসটিআই  ও আইএসও  ৯০০১:২০১৫ সনদপ্রাপ্ত। উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনের জন্য গাজী ওয়্যারস লিমিটেড রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স এওয়ার্ড-২০১৬’ অর্জন করে।

উৎপাদিত পন্য সমুহঃ

গাজী ওয়্যারস লিমিটেড অভিজ্ঞ জনবল দ্বারা পরিচালিত হয়, যা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমের অভিজ্ঞ কর্মীরা আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করেন, ফলে উৎপাদনের গুণগত মান বৃদ্ধি পায়। গাওলি প্রতিষ্ঠানের উৎপাদিত পন্য সমূহ, সুপার এনামেল তামার তার গেজ (১২ হতে ৪৬), এনিল্ড তামার তার গেজ (১০ হতে ৪৬), এইচডিবিসি( হার্ডড্রন বেয়ার তামার তার) গেজ (১ হতে ৪৬) সাইজের বিশ্বমানের তামার তার দেশেই তৈরি করে থাকে।

গ্রাহক সেবা / বিক্রয় কেন্দ্রঃ

গাজী ওয়্যারস লিমিটেড গ্রাহক সেবার প্রতি গুরুত্ব দিয়ে থাকে, গ্রাহকের অর্ডার দ্রুত প্রক্রিয়া করার জন্য একটি কার্যকর সিস্টেম রয়েছে। পণ্য বিতরণের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা এবং সময়ানুবর্তিতা বজায় রাখা হয়। গাজী ওয়্যারস লিমিটেড বিক্রয় কেন্দ্র সমূহ-

গাওলিঃ বায়তুল মোকাররম বিতরণ কেন্দ্র

৯৫-৯৬ বায়তুল মোকাররম, ঢাকা-১০০০।
মোবাইলঃ ০১৭১৩-১১৪৩৪৪

গাওলিঃ নন্দনকানন বিতরণ কেন্দ্র
মুসাফিরখানা মসজিদ কমপ্লেক্স ইলেকট্রিক মার্কেট,
২য় তলা, দোকান নং-১০, ১০/এ ও ১১, নন্দনকানন, চট্টগ্রাম।
মোবাইলঃ ০১৭১৩-১১৪৩৪১

এছাড়া ও গাজী ওয়্যারস লিমিটেড কারখানা হতে সরাসরি ১০০ গ্রাম থেকে আন-লিামটেড কপার ওয়্যার  ক্রয় করা যায়ে এর জন্য যোগাযোগ করতে পারেন
গাজী ওয়্যারস্ লিমিটেড
২৮-এফ,আই,ডি,সি রোড, কালুরঘাট, চট্টগ্রাম।
মোবাইলঃ ০১৭১৩-১১৪৩৪৮, ০১৭১৩-১১৪৩৫৭