গণঅধিকার পরিষদ বায়েজিদ থানা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

চাটগার টিভি ,অনলাইন ডেস্ক: গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানা শাখার ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে মো. শাহিন রেজাকে আহ্বায়ক ও মীর ফখরুল ইসলামকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

কমিটিতে আরো আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ ও মো. ফারদিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আরিফ যুগ্ন সদস্য সচিব মো. সালাউদ্দিন, মোহাম্মদ রহিম ও মোহাম্মদ ফাহিম এবং কার্যকরী সদস্য মো. আলাউদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. ইমন, মো. শাকিল, মো. সাইদুল ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ,তামিম, মো. সাদ্দাম, মো. আমির হোসেন সামীর, মো. কাজল, মো. নুরুজ্জামান, মোহাম্মদ শুভ, মো. রানা, মো. আলী, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ সাকিব।