কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ করায় ৫৭ জন প্রবাসি বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

অনলাইন ডেস্কঃ  আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি (ডব্লিউএএম) সোমবার এক তথ্য জানিয়ে বলেছেন বাংলাদেশের  কোটা সংস্কার আন্দোলনের প্রতি একাত্বতা প্রকাশ করে আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন প্রবাসি বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। যাদের মধ্যে ৫৩ জনকে ১০ বছর , ৩ জনকে যাবজ্জীবন এবং  বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড,  দেওয়া হয়েছে। কারাদণ্ডের মেয়াদ শেষে তাঁদের দেশে ফেরত পাঠানো হবে।

আমিরাতি নিউজ এজেন্সি আরো বলেন ডব্লিউএএমের প্রতিবেদনে বলা হয়, এই ব্যক্তিরা তাঁদের নিজ দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। একজন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন যে বাংলাদেশ সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি সড়কে বড় ধরনের বিক্ষোভের আয়োজন করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে , ওই বিক্ষোভের পরদিন শনিবার (২০ জুলাই) আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বিবৃতি দিয়ে প্রবাসীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।