কৈ মাছ আটকে গলায় কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক:

নালায় মাছ ধরতে গিয়েছিলের কৃষক মিয়া চাঁন (৪৮)। সঙ্গে পাত্র না থাকায় শিকার করা একটি কৈ মাছ কামড়ে রেখেছিলেন মুখে। অসাবধানতায় মাছটি মুখের ভেতরে ঢুকে গেলে প্রাণ হারান তিনি।

বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী সদরের বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ আগে ওই এলাকায় ঝড়বৃষ্টি হয়।

মৃতের স্বজনরা জানান, বৈশাখী ঝড়-বৃষ্টির পর বাড়ি সংলগ্ন নালায় মাছ এলে ধরতে নামেন মিয়া চাঁন। সঙ্গে কোনো পাত্র না থাকায় একটি কৈ মাছ ধরে মুখে কামড়ে আটকে রাখেন এবং আরও শিকারের চেষ্টা করেন। এ সময় অসাবধানতায় মাছটি মুখের ভেতরে ঢুকে গলায় আটকে যায়।

প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে মিয়া চাঁনকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাঠক প্রিয়