
তৌহিদুল ইসলাম: বৃহস্পতিবার থেকে চট্টগ্রামসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের অধীনে অংশ নেবে ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন শিক্ষার্থী।
গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫৯০ শিক্ষার্থী। সে হিসেবে এবার এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ৬৬৩ জন। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে ৪০টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স গঠন করা হয়েছে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
এসএসসি ও সমমান পরীক্ষার শুরুর দিন ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।