
অনলাইন ডেস্ক: আজ (৪ মার্চ) থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল পর্বের প্রথম লেগের ম্যাচগুলো। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে মাদ্রিদ ডার্বি, যেখানে সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। এছাড়াও, আজকের রাতেই মুখোমুখি হবে পিএসভি-আর্সেনাল, ফেয়েনুর্ড-ইন্টার মিলান এবং বরুশিয়া ডর্টমুন্ড-লিল। প্রতিটি ম্যাচই শুরু হবে রাত ২টায়।
মাদ্রিদ ডার্বির উত্তেজনা
রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে মাদ্রিদ শহর। সাদা আর লাল রঙে ছেয়ে যাবে স্পেনের রাজধানী। দলীয় শক্তি ও অতীত পরিসংখ্যানের বিচারে এই ম্যাচে ফেভারিট হিসেবে থাকছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের আক্রমণভাগ দারুণ শক্তিশালী। এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো ও বেলিংহ্যামকে নিয়ে গঠিত এই লাইনআপকে ভালোবেসে ভক্তরা নাম দিয়েছে ‘ফ্যান্টাসটিক-৪’। ইনজুরির কারণে রক্ষণভাগ কিছুটা দুর্বল হলেও, রুডিগারের সাথে একাডেমির তরুণ ডিফেন্ডার রাউল আসেন্সিও ভালোভাবে মানিয়ে নিয়েছেন।
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য প্রথম লেগে জয় পাওয়া। যতটা সম্ভব বাড়তি সুবিধা নিয়ে দ্বিতীয় লেগে যেতে চাই। এটি কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ অ্যাটলেটিকো খুবই শক্তিশালী দল।”
অ্যাটলেটিকোর প্রস্তুতি
অন্যদিকে, দুর্দান্ত ফর্মে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আধিপত্য দেখিয়ে সরাসরি শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে সিমিওনির দল। লা লিগাতেও ভালো ছন্দে রয়েছে তারা, যেখানে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে।
অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনি বলেন, “আজ মাদ্রিদের জন্য একটি বিশেষ রাত। একই শহরের দুটি দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নেমেছে। প্রতিপক্ষকে আমরা সম্মান করি, তবে সর্বোচ্চ দিয়ে জয়ের চেষ্টা করব।”
পরিসংখ্যানের দিক থেকে রিয়াল এগিয়ে
অ্যাটলেটিকোর বিপক্ষে লা লিগার সাম্প্রতিক লড়াইয়ে রিয়ালের সঙ্গে অধিকাংশ ম্যাচ ড্র হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে লস ব্লাঙ্কোসরা এগিয়ে রয়েছে। ইউসিএলে মুখোমুখি ৯ ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে ৫টি, আর অ্যাটলেটিকো মাত্র ২টি। আজকের ম্যাচে কে হাসবে শেষ হাসি, সেটাই দেখার অপেক্ষা।