আনোয়ারা সড়কের পাশে অচেনা নারীর নিথর দেহ

 

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ স্থানীয়দের প্রতিক্রিয়া খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আনোয়ারা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সোহাগ এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

জানা গেছে, সকালে সড়কের পাশে এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের ধারণা, দুর্বৃত্তরা রাতের আঁধারে ওই নারীকে হত্যা করে গাড়ি থেকে মরদেহ ফেলে গেছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশের তদন্ত ব্যবস্থা এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে সড়কের পাশে রেখে যাওয়া হয়েছে।’

স্থানীয়দের মধ্যে আতঙ্ক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শনাক্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী আশা করছে, তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।