’’অবশেষে টি২০ বিশ্বকাপ দল ঘোষনা করলো বিসিবি”

অনলাইন ডেস্ক : ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ও চোট–শঙ্কায় থাকা তাসকিন আহমেদ কে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের  বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৩ মে  মঙ্গলবার দুপুর দেড়টায় এই দল ঘোষনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু , নির্বাচক কমিটি দল ঘোষণা করে কোনো চমক নেই তবে বাদ পরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও মোহাম্মদ তানভির ইসলাম।
রিজার্ভ খেলোয়াড়ঃ আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ ।
১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। এর পর ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। সিরিজটি খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাসকিন।
প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার-ছক্কার দুম ধারাক্কা এই টুর্নামেন্ট। বাংলাদেশ সহ  ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান  নেদারল্যান্ডস আয়ারল্যান্ড, কানাডা, পাপুয়া নিউগিনি, উগান্ডা, যুক্তরাষ্ট্ নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান ও নেপাল ।
আগামী ১ জুন যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। মোট নয়টি ভেন্যুতে খেলা হবে – ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ও যুক্তরাষ্ট্রের তিনটি। গ্রুপ পর্ব, সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মাঠে গড়াবে মোট ৫৫টি ম্যাচ।

কোন দল কোন গ্রুপে খেলবে দেখেনিন

এ গ্রুপে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।
বি গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।
সি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা।
ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল।

বাংলাদেশের খেলা গুলো যথাক্রমেঃ

৮ জুনশ্রীলঙ্কা-বাংলাদেশসকাল ৬টা ৩০ মিনিট
১০ জুনদক্ষিণ আফ্রিকা-বাংলাদেশরাত ৮টা ৩০ মিনিট
৩ জুনবাংলাদেশ-নেদারল্যান্ডসরাত ৮টা ৩০ মিনিট
১৭ জুনবাংলাদেশ-নেপালভোর ৫টা ৩০ মিনিট